কবিতায় ভাস্কর চট্টোপাধ্যায়

রামকিঙ্কর বেজ
মাঝে মাঝে মনে হয়, অন্য কোথাও নয়
প্রেমসাগরে এক গলা ডুব দিয়ে দাঁড়াই
কারোর চাপে মাথা ঝুঁকিয়ে নয় –
স্বেচ্ছায় ভালোবাসার উপকারিতা বোঝাই।
তুমিও স্বেচ্ছায় ডুব দিয়েছিলে বর্ষায়
ভরা নদী, তুমি কারোর নিষেধ শোনোনি
তুমি তো ঝুলনের পুতুল ছিলে না –
ভালোবাসা মৌনীবাবা, বুঝতে পারোনি!
বিকেল গড়ালেই খুঁজতে আসে জোনাকি
টিমটিমে সন্ধ্যায় ফ্যালফ্যাল চেয়ে থাকি
কোথাও জবাবদিহির বালাই নেই –
তাই ভাবি, প্রেমসাগরে গলা জলে দাঁড়াই।
গলা জলে সামনে ইহকাল, পিছনে পরকাল
দু’কালের বর্ডার, ভালোবাসার প্রচারক আমি
মাথায় বসন্তপরাগ মাখা প্রেম ভবনের স্কেচ
মৃগমায়ার রাত আঁকছেন রামকিঙ্কর বেজ।