কবিতায় বিদ্যুৎ চক্রবর্তী

বাতিল বেদুইন
শনিবারের সেই বিকেল এখন আর নেই
আর পাঁচটা বিকেলের মতো ফিকে হয়ে গেছে।
এখন আর আলাদা করে রবিবার বলে কিছু নেই
এখন সব দিন রবিবার, সব দিন একাকার।
কাজে অকাজে, খেয়ালে খুশিতে এক ইচ্ছেযাপন।
সোমবার দুপুরে হঠাৎ করে বুকের মধ্যে
আকুলিবিকুলি, কত দিন হল কথা নেই,
দেখা নেই। – কেমন আছ বাতিঘর?
-আশ্চর্য !! তোমার কি মাথাটা গেছে?
এই ভর সোমদুপুরে টেলিফোন?
আমার কি অফিস আদালত নেই?
দাঁত দুপাটি নিজে থেকেই চেপে ধরে জিভ!
ইস্!! এতটাই কাণ্ডজ্ঞানহীন?
ক্রেডেলে নামিয়ে ফোন আমি চেয়ে রই অপলক
কিছু নেই সামনে, সব সং-সার হিজিবিজি
আমার যাপন আজ অকেজো ফসলবিহীন।
বাতিঘর দাঁড়িয়ে আছে নিজের গরিমা নিয়ে,
আমি – খুঁজে না পাওয়া শব্দের মতো
নজরবিহীন জলসাছুট বাতিল বেদুইন হয়ে।