T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় বিবেকানন্দ চক্রবর্ত্তী

হয়তো তোমার জন্য
আমি বসে আছি আগুন জ্বেলে
শীতরাত্রির শিতলতা ভেদ করে
তোমার জন্য
আমি অন্ধকার রাত্রির বুকে
আলোর বর্ণমালা সাজিয়ে রেখেছি
তোমার জন্য
হিমশীতল নিরবতা ভরিয়ে দিয়েছি
অনাবিল মুখরতায়
তোমার জন্য
যদি তুমি হাত বাড়াও
যদি তুমি হৃদয় করো উন্মুক্ত
যদি তুমি গেয়ে ওঠো আলোকিত সুর
তুমি জিতে যাবে অন্ধকারকে হারিয়ে
জিতে যাবো আমি তোমাকে কাছে পেয়ে।