প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম ইতালি)

নারী আর পুরুষ
কে আপন কে পর কার উপর করি নির্ভর
আজ পর কাল হবে ভালো স্বার্থের উপর।
কার সর্বনাশেই মেতে ছিলে উল্লাসেই ক’দিন
দুঃসময়ে হয়ত সেই শোধ করবে তোমার ঋণ।
একেই বলে নিয়তির ভেলা ভেসেই চলে জলে
কখন যে কী ঘটবে জীবনে কোন পাপের ফলে।
মানুষ হয়ে মনুষ্যত্বকে আমরা কেন করছিনা পুঁজি
কাকে ঠকাবো,হারাবো শুধু সেই সুযোগ টাই খুঁজি?
অনলেই যদি জ্বলে কখন আমার জীর্ণ ভিটা বাড়ি
কে নিভাবে আগুন সে কথা কী কেউ বলতে পারি?
মৃত্যুর পরে কাহারা হবে শ্মশান যাত্রী মৃদঙ্গ বাজিয়ে
কাহারা বাঁধবে বাঁশের চাঙ,কে দেবে ফুল সাজিয়ে।
কে নেবে পায়ের ছাপ,কে দেবে কপালে চন্দন-
ফোঁটা,
কেউ জানিনা জীবদ্দশায়!জানবেওনা ওই মরা-
দেহটা।
কে আপন কে পর ক্ষণিকের স্বার্থের মোহময়
সবাই আপন এই বিশ্ব চরাচরে পর কেউ নয়;
ফিরবেই বিশ্বে মানব সভ্যতার চৈতন্যের হুঁশ
সুধরে যায় যদি দু’টি জাতি নারী আর পুরুষ।