প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম ইতালি)

গভীর নিদ্রায় কলম
আজ থেকে আমার থেমে গেল কলম-
কর্মের তাগিদে সময় হলো শূন্য,
পাঁচ,ছ’টি মাস কিভাবে যাবে যে কেটে-
তা জানবেনা কেউ আমি ভিন্ন।
মনের ভিতর ফুঁড়ে ফুঁড়ে উঠলেও কথা-
কলম ধরার সময় তো নাই,
সে সহন সইতে হবে নীলাম্বরীদের স্বার্থে-
বাঁচিয়ে রাখছে তো ওরাই।
কতো রঙেরই রূপসীর হাট বসে প্রতি রোজ-
হয় কথা-কথন মত বিনিময়,
রুগী হয়ে আসে,শুশ্রূষা পেয়ে পাচ্ছে শান্তি-
খুশিতেই তখন অশ্রুই ঝরায়।
কলম থেমে গেলেও এ আর এক বড় তৃপ্তি-
থাকি ভিনদেশীদের ভাষার মঞ্চে,
আমি যে কখন হারিয়ে যাই ওদের সাথেই-
সময় যে কেটে যায় বিনা প্রবঞ্চে।
ও কলম তুমি কিছু দিন যাও গভীর নিদ্রায়-
আমি থাকি ভিনদেশীদের শুশ্রূষায়,
স্বদেশীদের সাথে হবেনা ফোনেও আলাপন-
প্রবাস কাটাচ্ছি সেই অন্তর জ্বালায়।