প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম, ইতালি)

ইতালির বন্ধুকে
উড়ে উড়ে চলে যাচ্ছে কত যে বিমান….
তুমি কি বসে আছ ফুমিসিনো বন্দরে?
তুমি কি ভেনিস অথবা ভূমধ্যসাগর পাড়ে
ঘুরে বেরাচ্ছ?
তুমি কি ফ্লোরেন্সের ভাস্কর্য দেখতে দেখতে
চলে এসেছ অর্নো নদীর ধারে?
যেখানে মহাকবি দান্তের সঙ্গে চকিতে দেখা
বলেছিল বিযাত্রিচের
আমি হতাশ বিমান মহামারীতে অবতরণ
করবেনা রোমে!
আমি কলকাতা বিমান বন্দরের সামনে
দাঁড়িয়ে দেখছি দুটি বৎসর ধরে কত বিমান
উড়ে উড়ে চলে যাচ্ছে সে যে তোমার
দেশের নয়,আমি দেখি যতদূর ওই বিমান
চোখের থাকে নিশানায়–
আর আমি আছি অপেক্ষায় কখন কবে
অন্তরাষ্ট্রিয় বিমান বলবে আয়রে এবার
আয়…………