প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম ইতালী)

রুদ্রাণী

না-জানি কেন?এতদিন পরেও আমার-
ধ্বংস হ’তে চলছে বিন্যস্ত ঘর,
রুদ্র-কে আমি সব দিয়েছি উজাড় করে-
যত টুকুই ছিল অস্তিত্ব সম্ভার।

খুশিতে বিন্দু খামতি রাখিনি আমি রুদ্রাণী-
যখন ছিলো যৌবনের জোয়ার।
অঙ্গটা যখন নড়বড় বয়সের ভারে আমার-
মূল্য নাই আর নড়বড়ে অঙ্গটার!

শুধু ভুলে গিয়ে সাত জনমের গাঁট বন্ধন-
অঙ্গের সুখটাই হলো মহাকাল?
এই বয়সে পুরুষ!তুমি যদি হইতে অক্ষম-
বেশ্যাই বলতে স্ত্রী’কে চিরকাল!

সন্দেহের ছড়াইতে বীজ,মানব জমিনেই –
প্রতি পদক্ষেপে’অহরহঃ তুমিই পুরুষ,
পদতলে নারীদের পিষতেই থাকো যখন-
থাকেনা যে বিন্দুমাত্র মনুষ্যত্বের হুঁশ?

তুচ্ছ তাচ্ছিল্য!নারী বলে আর বরদাস্ত নয়-
হ’ও পুরুষ হুঁশিয়ার আসবেই সময়,
নারীরা ক্ষিপ্ত হবে!ঘরে ঘরে ফুটবে বারুদ-
সকল রুদ্রাণীই হবে বিভীষিকা ময়!!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।