প্রবাসী মেলবন্ধনে বিপুল বিহারী হালদার (রোম ইতালি)

চম্পক
কত দিন গেছে কেটে,কেটে গেছে বছরের পর বছর
যুগের পর যুগ বহু যুগ আমি দাঁড়িয়েই আছি উপাঙ্গ
ছড়িয়ে, দেখেছি নব জন্ম,বিদায় বেলা প্রভাত ও
গোধূলি,গগনে নিশির চাঁদ সরবর।
উপাঙ্গে পুঞ্জিত পুষ্প,পল্লবে ছড়িয়েছি শোভা,
মধুকর,বসন্তসখা,বিহঙ্গকে দিয়েছি আহরণের মধু,
নিষ্প্রাণ হয়েছি পলে-পলে কত,ফিরেও পেয়েছি পুনঃ
ঋতুর সাধ বদল।
প্রলয়-প্লাবনে,কিরণে-ঝরে,পুড়েও গেছে কত কুঁড়ি
খসে পড়েছে বাকল,অসাড় হয়েছে শরীরের
উপাঙ্গ,দুর্বল হয়েছে শিকড় অগ্র,ফুটে উঠেছে
‘কপোল’,কন্ঠে,বাকলে বয়সের ভার!
তবু ————-
আমি!হারিয়ে যাইনি আজও বিরাজিত আছি সেই
চাঁদ কাজীর সমাধির উপর গৌরাঙ্গের নিদর্শন হয়ে
যুগের পর যুগ ধরে বিবর্তনের সাক্ষী হয়েই —-!!