গদ্যানুশীলনে বসুধা বসু

আমি সেই মেয়ে
আজ থেকে পঁচিশ বছর আগে যেদিন ইতি জন্ম নিল, সেদিন মেয়ে হয়েছে বলে সারাবাড়ি ছিল আলোশূন্য। নৃপতিবাবু বাবা হয়েও একবারও কোলে তুলে নেন নি। আজ আকস্মিক দুর্ঘটনায় পরলোক গমন করেছেন নৃপতিবাবু। একমাত্র মেয়ে হিসেবে মুখাগ্নি করেছে ইতি। অক্লান্ত পরিশ্রম করে মাকে দেখে রাখছে। সময় কত কিছুর উত্তর দিয়ে দেয়|
নিজের জীবনী অবলম্বনে