গল্প গাথায় বসুধা বসু

সই
পরীক্ষা দিয়ে বেরিয়ে তিথি এদিক ওদিক দেখছে,”কই শ্রীমাকে তো দেখতে পাচ্ছি না। দেখি একটা কল করি।”
এরই মধ্যে পেছন দিয়ে জাপটে ধরে শ্রীমা “কি আমাকে খুঁজছিলে!!”
“ভয় পেয়ে গিয়েছিলাম, এরম কেউ করে!”
“আগে বলো পরীক্ষা কেমন হলো।”
” ভালই হয়েছে তুই যা যা বলেছিলি সেগুলো থেকেই বেশিরভাগ এসেছে।”
“তাহলে বলছো ভালই পরিয়েছি! এবার একটু বসে খেয়ে নাও, আমি খাবার নিয়ে এসেছি।”
দেড় মাস পর ……
ইউনিভার্সিটি রেজাল্ট …..তিথি ইউনিভার্সিটি ফার্স্ট।
চোখে জল নিয়ে তিথি শ্রীমাকে জরিয়ে ধরে চুমু দিয়ে বলল “তোর জন্য মা সব সম্ভব হলো”…
..দুজন দুজনকে জড়িয়ে ধরে গান ধরলো “ওলো সই, ওলো সই………”
সে সেই পাঁচ বছর আগের কথা, তিথির স্বামী হঠাৎ মারা গেলো, শ্রীমা হারালো বাবা। কিন্তু ততদিনে শ্রীমা মাস্টার্স পাশ করে ফেলেছে। তাই মাকে নিজের হাতে গ্রাজুয়েশন ও তার পর মাস্টার্স এ ফার্স্ট করালো। এরম ভাবেও ঘুরে দাঁড়ানো যায়! এরম ভাবেও মা – মেয়ে একে ওপরের সই হয়ে ওঠা যায়।