প্রবাসী ছন্দে বিজন বেপারী (বাংলাদেশ)

তোমার খোকা রই
মায়ের কথা ভাবছি এখন
মনটা ভীষণ মন্দ
কেউ বোঝেনা দুঃখ ব্যথা
পাইনে মনের ছন্দ।
সারাদিনে হয়না সময়
তোমার কথা ভাবতে
যাদের জন্য চলছি পথে
তারাই চায় মারতে।
পর মানুষই খাটায় আমায়
বাক্যবানে মারে
মনটা তখন আপন মানুষ
তোমায় খোঁজে ধারে।
তোমায় খুঁজি সব হারিয়ে
একলা যখন হই
এই পৃথিবীর নিঃস্ব আমি
তোমার খোকা রই।