কবিতায় বর্ণজিৎ বর্মণ

নয়নতারা
তুমি জ্যোৎস্না ঢেলে দিয়েছো আকাশে
সুরা ভেবে পান করি আমি
ভেঙে গেল অস্থির শান্তির দরজা
কোন ঘরে সুগন্ধ লুকিয়ে রাখি?
তোমার চোখ জুড়ে অপূর্ব নিস্তব্ধ মায়া
আমি মার্ডার হতে চাই উন্মাদ দৃষ্টিভঙ্গির ছুরিতে
এত প্রখর প্রতিবাদ
এত মেঘ জমা ভোর
এত হারিয়ে যাওয়া শপথ
এত ঢেউয়ে নীল তোর
কি করে বেঁচে থাকি?
স্তব্ধ প্রেমের আলো
ভালোবাসি , ভালোবাসি.. অসম্ভব মুখ দিয়ে একবার বলো।