।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় বর্ণজিৎ বর্মন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আয়না
জানালা দিয়ে প্রবেশ করছে বৃষ্টির জল
আয়নার শরীর ভিজিয়ে মেঝের হৃদয় ছোঁবে একটু পরে
আয়না কিছুই বলছে না ,
বলবে কি আর?
সে তো স্বচ্ছ কাঁচ
আয়না এক বহমান জীবন ছবি দেখিয়ে দিল
যা সত্যের
খড়ের বিছানা
আমি হেমন্তের দিনরাত গুলো
খড়ের বিছানায় শুয়ে ঘুমোতাম
খুব পছন্দের ছিল একটু উষ্ণতা
পড়ার সময় ঠান্ডা লাগত কম
হিম শীতল বাতাস প্যাকাঠির বেড়ার
ফাঁক দিয়ে প্রবেশ করলেও
মালুম হত না ।
পাখির বাসার মতো গরম থাকত ।
মনে পড়ে
ক্লাস সেভেন টু টুয়েলভ খড়ের ভগ্নাংশ জড়িয়ে আমার যাপন ছিল-
প্রফুল্ল মাখা জোৎস্না আভায় রাঙ্গা ।
এরকম খড়ের ভগ্নাংশের
বিছানায় শুয়েই হয়তো
লিখেছিলাম প্রথম কবিতা
কোনো রোদেলা দিন অথবা শুক্ল পক্ষের রাতে।