T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় বিধায়ক ভট্টাচার্য

কবিতার স্পন্দন
অবগুন্ঠনে ঢেকে আছো তুমি৷
যেন রহস্যে ঢাকা এক বদ্ধভূমি৷
দূর থেকে ডাক দিয়ে যাই যবে,
শুধু ফাগুনের কুহুতান টুকু শুনি
নব পত্রে সেজে ওঠা গাছের আড়াল থেকে
তারপর চৈত্র বেলার নিস্তব্ধ নীরবতা৷৷
সে পথেও জীবন চলমান
আকার নিরাকার অনুভূতি যত৷
সেখানেও সকালের ঈশ্বর ফেলে প্রথম আলো
তারপর ক্লান্ত আগুনের চাকা
পশ্চিমে যায় ঢলে দিনের সমস্ত দায় ঝেরে ফেলে৷
কর্মক্লান্ত এক প্রাণ তারপর
রাত্রির কাছে নিজেকে দেয় সঁপে
সেখানেও কবিতা আসে স্পন্দনে
সেখানেও জীবন যেমন সচল, অথবা….!!