গল্প গাথায় বসুধা বসু

রজনীগন্ধা
আজ সকাল সকাল উঠেছি, শুধুমাত্র তোমার দিন বলে। কাল রাতেই মেনু লিখে রেখেছি, তোমার দেওয়া সেই ডায়েরিতে। মেনুতে আছে তোমার প্রিয় বাসন্তি পোলাও, কাশ্মীরি আলুর দম, চিংড়ির মালাইকারি,আর তোমার পছন্দের গাজরের হালুয়া। সকালে উঠে স্নান সেরেই পরেছি তোমার দেওয়া সেই দুধে-আলতা রঙের শাড়ি, সাথে খোপাতে মালিতিলতা। মনে পরে গেল সেই বীরভূমে এক্সকারসনের কথা গুলো, হয়ত তখনি দুজন দু-জনের কাছে এসেছিলাম… ।
আজ রুনাদি কে দেরিতে আসতে বলেছি। সব রান্না আমি করব। সব রান্না করতে করতে মনে পরছে পুরনো দিনের কথা গুলো। সবে ঠিক হয়েছে আমাদের বিয়ের কথা। তুমি অফিস থেকে ফোনে জানিয়েছিল বারি ফিরে কথা বলবে। বিরতি……
হঠাৎ কলিং বেলের আওয়াজ। দরজা খুলে “রুনাদি পেয়েছ যে তা বলেছিলাম। ”
“হ্যাঁ হ্যাঁ দিদি পেয়েছি।”
“আমার রান্না শেষের দিকেই। তুমি একটু ওদিকটা দেখ।”
“ব্যাস সব কমপ্লিট রুনাদি”
“রজনীগন্ধার মালাটা দাও,ওকে পরিয়ে দি।”
সেদিন আর তোমার ফোন পাইনি, অফিস থেকে ফেরার সময় ধাক্কা দিয়েছিল লরি। অদ্ভুতভাবে সেদিনও ছিল তোমার জন্মদিন। ভাল থেকো প্রিয়ম।