কবিতায় বিশ্বরূপা ব্যানার্জী

স্বপ্ন

একদা ভালোবেসেছিলাম
সুখে থাকার লোভে,
সুখ পাখিটা হারিয়ে গেলো
অথৈ জলে ডুবে।
খরকুটো দিয়ে ঘর বেঁধেছি
নতুন করে আবার,
খাতা কলম সঙ্গী শুধু
আর কিছুটা আহার ।
স্বপ্ন এখন দেখি কেবলই
উচ্চ শিখড়ে ওঠার,
জানিনা স্বপ্ন হবে কি পূরণ
নাকি আসবে আবার হার।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।