কবিতায় ভারতী বন্দ্যোপাধ্যায়

অন্ধকার ও রাতের হাওয়া
তোমার ছিল মুঠোফোনের খেলা
আমি জ্বলাই মন্দঘরে বাতি
তুমি যখন এলে জ্যোৎস্না রাতে
আমি তখন অন্ধকারের সাথি
রং ধরেছে কৃষ্ণচূড়ার গায়ে
অন্ধকারে শিমুল ফেটে তুলো
অন্ধকারে মাতলো মাথাভাঙ্গা
শরীরে তার কালবশেখীর ধুলো
অন্ধকারে একা একা বসে
স্বপ্ন আঁকছো অন্যমনস্ক
অন্ধকারের স্মৃতির মনিমেলা
কোপাই নদী এখন বয়স্ক
একা একাই হাঁটতে হবে যখন
হোক না সে পথ যতই দুর্বিসহ
নদী কেমন মিলছে এসে দ্যাখো
সমুদ্র এক এবং অদ্বিতীয়।।