কবিতায় বিশ্বরূপা ব্যানার্জী

প্রিয় অভিমান
প্রিয় অভিমান…
কেমন আছো?
অনেক দিন তোমার সাথে দেখা হয় না,
আলাপচারিতাও হয় না।
দিন দিন সবাই কেমন পর হয়ে যাচ্ছ।
আমার জন্মদিনে
ভালোবাসা, অভিযোগ, আনন্দ, অনুতাপ, হাসি, অপেক্ষা, আদর, কান্না, সময়
সবাই কে আসতে বললাম,
ভালোবাসা বলল, ও আসতে পারবে না।
অভিযোগ বলল, সময় নেই।
আনন্দ বলল, বিয়েবাড়িতে যাবে।
অনুতাপ এর নাকি সম্পর্কবিচ্ছেদ হয়েছে।
হাসি তাচ্ছিল্যের স্বরে বলল, এত বাড়াবাড়ির কি প্রয়োজন ?
আদর আর সময় এড়িয়েই গেলো।
কেবল এসেছিল অপেক্ষা আর কান্না,
অবহেলা কে বলিনি সেও এসেছিল;
অনেক জুঁই আর বেলী নিয়ে।
অনেক কথাই তোমায় বললাম আজ;
ভালো থেকো, সুস্থ্য থেকো।
পত্র শেষে উত্তর দিও।
–ইতি
সবার প্রিয় উপেক্ষা॥