T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় বন্যা ব্যানার্জী

অন্য উমা
দেশ গাঁয়ে পুরনো রুটিন
ছাপোষা ঘর। মা নেই
একা বাপ হারগিলে।
রেঁধে বেড়ে কালো মেয়ে ।
পাত্র জোটেনা!
শহুরে প্রেমিক। রাজপথ স্বপ্ন।
পাটক্ষেত বড় প্রিয় সে ছেলের।
মৃদঙ্গ বেজে ওঠে উলংগ গায়ে।
পাত্র জোটেনি আজ ও
রোজ তবু অচেনা শরীর।ঘর ছাড়া মেয়ে! একদিন বেঁধে নেয় গিঁট
ঝুলন্ত দড়ির।