T3 || ঘুড়ি || সংখ্যায় বর্ণালী বনিক

ঘুড়ির ঘোরাঘুরি

ঘুড়িদের ঘূর্ণি,
চাঁদিয়াল চূর্ণির।
মোমবাতি অদিতির,
পেটকাটি আন পুঁটি,
জগ্গার বগ্গা-
আয় তোরা দেখে যা।

এই বলে হাঁকডাক-
ছেলেবেলা বেঁচে থাক ।
আকাশে মেঘের কাছে –
স্মৃতি গুলি ধরা থাক,
আর থাক ছুটোছুটি,
হুটোপুটি চর্কি পাক,
দিন গুলি স্মৃতিপটে-
আনাগোনা করে যাক।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।