সাতে পাঁচে কবিতায় (আজ প্রভাতে সে সুর শুনি) বিভাবসু
পাতালিক
আমার নিশ্চিত পক্ষপাত ছিলো বসন্তের দিকে
ভুল ছিলো
আমার গন্তব্য ছিলো সফলতার দিকে
ভুল ছিলো
আমার নিশানা ছিলো শৌর্যের দিকে
ভুল ছিলো
আমি আজ পিছু হটতে শিখেছি
আমি আজ নিজেকে তলিয়ে, যেতে চাইছি রসাতল
ফলত আমি আজ ঘোর পাতালিক
আমি বুঝে গেছি
যে কোন চুড়াই আসলে শূন্যতানির্দেশক—
সে পাহাড় হোক বা স্তন
সে গম্বুজ হোক বা মানমন্দির
আমার ভেতরে জেগে উঠছে এক
অতলবিলাসী আমি
স্পষ্ট, আলোকিত