হৈচৈ ছড়ায় বর্ষা ভৌমিক

না থাকার মধ্যে
না থাকার মধ্যেই প্রবল সে থাকা আছে
না পাওয়ার মধ্যেও শুধু পেতে চাওয়া আছে ।
অভাবেরা খোঁজে তাই ‘যেটুকু যা কিছু আছে’ ।
না থাকার মধ্যেই থেকে যাওয়া… হ্যা । আছে।
সুখ আর দুঃখের কিনারা পেরিয়ে
কল্পনার পথ ধরে বাস্তব এড়িয়ে
কখনও তাকিয়ে দেখো আছে ঠায় দাঁড়িয়ে
না থাকার রূপ ধরে,এক হাত বাড়িয়ে
দু হাত বাড়ালে পাওয়া যদি সোজা হয়
সে সোজার আশ্বাসে জীবন কি খোঁজা হয়?
না থাকা- ওঠা পড়া তরঙ্গপ্রাণিত
যাকে খোঁজো সেও খোঁজে তোমাকেই,জানো তো?
না থাকার ঘরে ঢুকে খুঁজে দেখো আছে সব
না পাওয়ার হাত ধরে পেতে পারো বৈভব
কালবৈশাখী আনে মুকুলের গন্ধ
ভীতুদের বোকামোতে,কপাটটা বন্ধ !
আসলে পাগলামোতে ফেরে সেই শৈশব
কুঁড়ি থেকে ফুল হয়ে ফোটাতেই গৌরব ।
মনকলম