গদ্যানুশীলনে বসুধা বসু

কখন তোমার আসবে……ফোন
ফোনের আপগ্রেডেশন করতে করতে কখন যে জীবনযাত্রাকে আপগ্রেড করে ফেলেছি জানি না। ফোন যত উন্নত জীবনযাত্রা তত উন্নত। ফোন নেই, মান ও নেই। বিজ্ঞান জীবনে আসতে আসতে বিবেচনা চলে গেল। কারোর জীবনযাত্রার মান নির্ধারন হয় তার হাতের ফোন দিয়ে। আবার এই মুহূর্তে দাড়িয়ে ফোন ছাড়া জীবন অচল। নোটিফিকেশন আসে এই ফোনেই, নোট্স আসে এই ফোনেই ,রেজাল্ট আসে এই ফোনেই, পরীক্ষার খাতাও আসে এই ফোনেই। আবার এই ফোনের মাধ্যমেই কেউ হয়ে উঠছে কারোর। আবার এই ফোনই ঘটাচ্ছে তার ইতি। এই ফোনেই না জানা সব তথ্য হচ্ছে নিজের আবার সেই তথ্যের বিনাশ হচ্ছে নিজের। ছবি দেখে কারোর ভালো থাকার খবর পাচ্ছি এই ফোনে আবার মৃত্যু সংবাদও। কোন কিছুর লাইনে এখন আর দাঁড়াতে হয় না সবকিছুই পাওয়া যাচ্ছে ফোনে নিজের বাড়িতে। লিখতে হচ্ছে না চিঠি, অপেক্ষা করতে হচ্ছে না ডাকটিকিটের। নিজের প্রতিভা ফুটে উঠছে সেই ফোনে যদি থাকে তোমার হাতে। অপেক্ষা করতে হচ্ছে না রোজ বাজারে গিয়ে পত্রিকা কেনার, সেটাও এখন দেখছি ফোনে। “দেখতে বড্ড ইচ্ছা করছে তোমায় সেটাও তো হচ্ছে এই ফোনেই”। আর ভালো লাগছে না তোমায় সেটাও তো ঘটছে এই ফোনেই। তোমায় বড্ড ভালোবাসি থেকে আর তোমায় চাই না সেটাও হচ্ছে ফোনে। দীর্ঘশ্বাস ফেলছি মনে মনে আর ভালো থাকছি ফোনে। বিজ্ঞান তুমি এক হাতে দিলে আর একহাতে কেড়েও নিলে এই ফোনে।