কবিতায় বর্ণজিৎ বর্মন

এইসব ভাবতে
ইদানীং সব ভুলে যাই
বাজার গেলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নাম ভুলে যাই
বাড়িতে এসে দেখি
আহা ! আরো কিছু লাগত
আগামীকালকে প্লেটোর শিক্ষা তত্ত্ব পড়ব
কিন্তু মাঝে দীর্ঘ সময় ঘুম ,স্বপ্ন,বার্থরুম,
স্বপ্ন ভাঙা কাহিনী
তারপর মুরগ ডাকলেই যা ঘটল
আগামীকাল যখন আজ হলো
আমি পড়তে শুরু করলাম
জন রলসের জাস্টিস এস ফেয়ারনেস
কেনো পড়ছি জানি না ?
বোধ হয়
সমাজ নিয়ে ভাবছি —
আচ্ছা সমাজে কি এতই
বৈষম্য?
এতো অসাম্য?
এতো অন্যায়?
তার জন্যই কি এই ভাবনা ?
তাহলে
এতো এতো প্রতিষ্ঠান কিসের জন্য?
কিসের জন্য গণতন্ত্রিক সরকার ?
সব ভুলে যাই আজকাল
এ কি রোগ ? নাকি ফাঁদে পা?
এই মায়াময় জগত কি তাদের ?
জানি না আমরা জানি না।