কবিতায় বিশ্বরূপা ব্যানার্জী

ফড়িং

ওই ফড়িং, জল ফড়িং
মুখটা কেনো আজ মলিন?
বন -বাদার আর পুকুর ছেড়ে
আজ মোর ঘরের পানে!!
উদাস হয়ে বেড়াস ঘুরে
বউ কি সেটা জানে?

এলি-ই যখন ভর দুপুরে,
শাক রেঁধেছি, ভাত বেড়েছি,
পঞ্চ-ব্যঞ্জন সাজিয়ে দিয়েছি;
একটু খেয়ে যাস;
সারা দিনতো ঘুরেই বেড়াস,
খাওয়ার মধ্যে ওই টুকু খাস,
কচি তাজা ঘাস॥

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।