মার্গে অনন্য সম্মান বুলা বিশ্বাস (সহ সম্পাদক)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১৭
বিষয় – ভাষা দিবস
আ মরি বাংলাভাষা
মহিমান্বিত ‘একুশে ফেব্রুয়ারি,’
শহীদ দিবস তথা
আন্তর্জাতিক ভাষা দিবস,
নত শিরে তারে বরি।
আমার মাতৃভাষা বাংলাভাষা
মুকুটোজ্জ্বলমণ্ডিতা।
বিশ্বের দরবারে আন্তর্জাতিক
সম্মানে ভূষিতা।
রফিক, শফিউর, মতিন, সালাম
তথা ভাষা সৈনিকদের জানাই সালাম।
তোমরাই এনেছো বাংলা ভাষার সম্মান।।