কবিতায় বর্ণজিৎ বর্মন

বলো ; তাহলে

বলো ; তাহলে

যা কিছু ভাবি ; নদী হয় জেদ –
প্রজাপতি ধরে খাঁচা য় পুষবো?

মন; পাখি হয়ে ওড়ে-

ক্রিয়া- প্রতিক্রিয়া ঠেলা ঠেলে ; অক্ষরের মাঠে-
এ প্রকৃতই
আশ্চর্য রোদ, গাছ , গান

আমি একাকী
একলব্য শীতের রাতে

বলো; তাহলে –

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।