T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় বর্ণজিৎ বর্মন
by
·
Published
· Updated
চেতনার বাস্তুভিটে
শৈশবে রোদ ঝলমলে সকালে
বাবা পড়তে বসায় রোজ
হাতে ধরিয়ে দেয় ‘সহজ পাঠ’
আমার চেতনায় দেখা দেয় অজানা জগৎ
পরিচিত হয় বিশ্বলোক ,
বাবাকে বলতাম -বাবা আমিও হব
বইয়ের লেখক –
বাবা বলত – ধুর পাগলা আগে বড়ো হ ,
শিখতে হবে পাহাড় সমান
জানতে হবে বিশ্বভুবন
বুঝতে হবে দু:খির দু:খ
মানুষের পাশে দাঁড়াতে হবে
পর কে করতে হবে আপন
পারবি তো ?
সেই শুরু , উপদেশ পালন-
মানসাই, ধড়লা নদীতে বয়ে গেছে অনেক জল