কবিতায় বর্ণজিৎ বর্মন
by
·
Published
· Updated
তুমি
বর্ণ ভেসে যাচ্ছিল জলে,ভেসে তো যেতই , তুমি
না এলে ?
কেউ তুলত না এই হাত ছুঁয়ে।
দিন তো কেটে যেতই
প্রেমের কবিতা শোনাতে চাঁদ আসত ঘরে গোপনে
তুমি যে কি অসীম মায়া সভ্যতার বস্তু
অজানা জ্বরের ঘোরেও কেউ ভোলে না –
আত্মহত্যা টেবিলেও ভিডিও কলে চোখ রাখে তুমির চোখে
ওই দেখো সময় চুপি চুপি এসে পিছনে ফেলে দেয় ডায়েরি
তুমি এগিয়ে যাচ্ছ সাদা পাতায় , সাদা ভাতের দিকে
নাইটি পরা মেয়েটি সাইকেল চালিয়ে রাস্তা পেরিয়েছে
পুলিশ ক্যাম্পের দিকে
এবড়ো খেবড়ো পরে গেল ,
তুমি সহায় হলে বিনিময় স্পর্শ পেলে
সর্বভুতে তুমি ময় হয়ে ওঠো
নারীর প্রতি অঙ্গ খাজে খাজে-
পুরুষ তুমি গোপনে প্রথম চিঠি লেখ আলো-কে
কি তিরবিদ্ধ শব্দগীতি ?
প্রবলনদীর স্রোত
ভেঙে যায়,খসে পড়ে মনের অবয়ব
তুমি দুগ্ধবতী গাভী
তুমি নিছক কল্পনারূপসী মাত্র
তুমি কয়েক মুহুর্ত ,প্রহর
তুমি স্পর্শ স্পন্দন ধ্বনি
তুমি বিনে আমি নেই ,
আমি বিনে তুমি
সকরুণ হাঁস যে পুকুরে সাঁতার কাটে ঢেউ ভেঙে খেলে
চলো গল্প করি পারে দুজন মিলে