কবিতায় বর্ণজিৎ বর্মন

নিউ স্কিম

দুয়ার সব। ফ্রি কনসেপ্ট

কজন বোঝে এতো ?

পাখির রাজত্বকালে
গলাকাটা মুরগি আসল গণতন্ত্র

তেলেও লাফায়
জলেও লাফায়
উঠোনে এবং নর্দমায় ।

শালিকের মা চায় না
লক্ষ্মীর ভাণ্ডার , চায় না দু টাকা কিলো জরা পোকা খাওয়া গম দানা –

চায়
শুধু এম এ, বি.এড, ইউ জি সি নেট ,সেট পাশ করা
সন্তানের একটা ব্যবস্থা হোক

সে খুব ভোরে উঠে
পাবলিক পলিসি ঘেঁটে নেয়

যদি দুয়ারে চাকরির স্কিম খোলে

এ যুগের পাখিরাও একটু
সন্তানকে রাখতে চায়
দুধে ভাতে

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।