কবিতায় বর্ণজিৎ বর্মন
by
·
Published
· Updated
প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায় -কে উৎসর্গ
কেন প্রিয় মানুষেরা চলে যায় ?
পরে থাকে ধূসর ছাই রঙ ,
আজকের চাঁদে এ অ কবিতা পাঠালাম
তুমি ছিলে তরুণের প্রেরণার প্রশান্ত মহাসাগরের ঢেউ
মানুষের পাশে দাঁড়াও বলে চিৎকার করে না তো কেউ ?
আজ দারুন দুর্দিন ফেনা তুলে শিয়রে – মৃত্যুর রঙ
ধরে আছে পুরনো বাড়ির দেওয়ালে,
শিশুটিও অনাথ আশ্রমের ছাদে চাঁদ ওঠা দেখে
একা একা পরে থাকে ঈশ্বরের কবিতা স্মৃতি
তোমার কবিতার সাম্রাজ্য দ্বীপে
অগুনতি সোনার পাখি অপেক্ষায় আছে।