মার্গে অনন্য সম্মান বুলা বিশ্বাস (সম্পাদকীয় কলম – সহ সম্পাদক)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১৬
বিষয় – অন্য পৃথিবী
প্রতিবাদ
সারা পৃথিবী জুড়ে চলছে যে যজ্ঞ
অরাজকতায় দেশ অন্ধকারে নিমজ্জ,
প্রতিবাদ করার ভাষা হারিয়েছে মানুষ,
এর থেকে মুক্তি পেতে চলো চলে যাই
অন্য পৃথিবী যদি থাকে, সেখানেই।
কোরোনার কবলেতে অনেকেই গেছে;
কেউবা পঙ্গু হয়ে আজও বেঁচে আছে।
আর যারা রয়ে গেলো আপাত সুস্থ;
সেটা হল অবয়ব, মনটা অসুস্থ।
এই বুঝি ফেঁসে যাই ষড়যন্ত্রের ফাঁদে,
অসহায় মানুষেরা তাই ভেবে কাঁদে।
চারিদিকে জড়ো সব নোংরা রাজনীতি
সীমাহীন শোষণের এ যে দুর্নীতি!
রাজনীতি করে ওরা, ওরা ধোঁকাবাজ;
রাতের আঁধারে ওরাই তোলাবাজ।
অসহায় মানুষেরা সব ছেড়ে তাই;
অন্য গ্রহেতে চলো চলে যাই।।