কবিতায় বিমান বিশ্বাস

আর্তি
বেঁচে থাকার অধিকারে
জন্ম নেয় সম্পর্কের সুতো
আকাশের তারাগুলি জ্বল জ্বল করে
রাত্রির অন্ধকার ভালোবেসে।
ভালোবাসা শ্রদ্ধা প্রেম সেখানে মুখ্য বন্ধুত্ব প্রধান
মিথ্যের কারবারি খুঁজে চলে লালসার সন্ত্রাস।
আকাশ জুড়ে নীলের বাহার
বুকে তার ছোট্ট ছোট্ট কদম ফুল
এর নীচেই সকলের বাস
কেউ খোঁজে তৃষ্ণা জল
কেউ দেখো নারীর স্তন।
যদি বদল না করো চিন্তার স্বভাব
যদি মুখোশে ঢেকে রাখো অচেতন অবয়ব
অজান্তে ভেঙে যাবে সম্পর্কের বাঁধ
উপসংহারে লেখা হবে শীতল প্রতিবাদ।
যদি; ভেঙে গড়ো ঢেউ দিয়ে পাড়ের ক্ষত
সাগর তুমি নীরব থাকো…