কবিতায় বর্ণজিৎ বর্মন

এসো মা লক্ষ্মী
এসো মা লক্ষ্মী সবার কুঁড়ে ঘরে
বঙ্গ নারী আজ তোমার ব্রত পড়ে
উপবাস এক মন
হাওয়া গাইছে
লক্ষ্মী মঙ্গল গান ,
গৃহস্থের উঠোনে উঠোনে
পড়ুক তোমার চরণ
পূর্ণ করো শস্যডালা
দীপ-ধূপ- সাজি বরণডালা।
হৃদয়ের পথে পথে আলপনা আঁকা
স্বর্গ থেকে নেমে আসা
লক্ষ্মী মাতার পদছাপ তারা
কোজাগরী রূপে মাগো এসে
দারিদ্র্য দুর করো এই বসুধারে
নির্মল আসন খানি নিজ হাতে গড়া
এসো মা লক্ষ্মী সবার কুঁড়ে ঘরে
মনপ্রাণ ভরে তোমারে দিবে পূজা
তুমিও আশীর্বাদে পূর্ণ করো গৃহস্থদের সমস্ত মনোআশা
বারোমাসে পূজিবে তোমায় ফুল
জল দিয়া
সাথে নারকেল নাড়ু
তিল আর বারোশস্য ভাজা
কোজাগরী লক্ষ্মী মাতা এসো
বাংলার ঘরে ঘরে
ভক্তি করি চিত্ত উজাড় করে