কবিতায় বর্ণজিৎ বর্মন

সঙ্গম
খাঁ খাঁ রোদ
পিঠ পুড়ে ছাই
সংসার রোদে সেকা ঝিঙে ফুল
ত্বক নিজে বহুরুপির ষড়যন্ত্রে মিশেছে
তবু
প্রেমিকা গোপন দাউদাউ মনের বারান্দায় উপস্থিত
কর্পুরের গন্ধ নাকে এলে
প্রত্যেক সঙ্গম উপচে পড়ে
নিতম্ব বনের মাঝে
স্নান সেরে উঠে আসে
উলঙ্গ সিগারেট
দ্যাখে চাঁদ থেকে নেমে
দুটো পিঁপড়ে
বেড কাভারের উদবৃত্ত বীর্য্য চেটে খায়