শনিবারের ছড়ায় বিকাশ আদক

টাট্টুঘোড়া

টাট্টুঘোড়া      লাগামছাড়া
.   টগবগিয়ে ছোটে;
কেষ্ট ছোড়া      লক্ষ্মীছাড়া
.   ফ্যালফেলিয়ে হাসে।
মোহন খুড়ো      থুরথুরো
.    ভয়ে কেমন কাঁপে,
ভোলা ক্ষ্যাপা      ভ্যাবাচ্যাকা
.        ছুটে মরে ঝাঁপে।
নন্দপাল      হায় কপাল!
.    মাথায় রাখে হাত,
গোষ্টরাম      সদা বাম
.   বলল কেয়াবাত।
তিনু কোলে চাকর বলে
লুকায় ভয়ে ভয়ে,
দিব্যিদাস ফেলে শ্বাস
ব্যাটা, এয়েচ্ পালিয়ে।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।