জ্যোৎস্না চুঁইয়ে ভোররাতে যখন দু’চোখে শিশির জমেছিল,-
পাগলী আমার হাত ধরেছিল।
সৈন্য, হস্তি, নৌকা, মন্ত্রী, রাজা- সব খুইয়ে যখন চুপটি আমি,-
পাগলী আমার হাত ধরেছিল।
খোয়াই তীরে বসে তাকাতে পারিনি ওর দু’চোখে;
কত অক্ষর, কত শব্দ পাহাড়– কত উচ্চ শির, বুকে-
একরাশ গাঢ় অন্ধকার, সব দরজা বন্ধ যখন,
পাগলী আমার হাত ধরেছিল।
গলির অন্ধকার যখন জমা শ্যাওলায় চুমু খাচ্ছিল,
শত স্তব্ধ চিৎকার, হাহাকার– নিয়নের আলোর নীচে,
সম্পর্কের সিঁদ কেটে রেডব্যাক স্পাইডার যখন মূর্তিমান সাবালক,
পাগলী আমার হাত ধরেছিল।
মানচিত্র নিয়ে টানাটানি অষ্টপ্রহর, কাঁটাতার হৃদয়জুড়ে,
ধর্মের স্পাইনাল কর্ডে যখন অশীতিপর জরা, বিরামহীন যুদ্ধ-
পাখির ডানার শব্দে রক্তাক্ত পায়ে হিতৈষিণী বিমোহিত,
বসে যাওয়া কালো অন্ধকার বিনিদ্র দু’চোখে চেয়ে….
পাগলী আমার হাত ধরেছিল।
আসমুদ্রহিমাচল জুড়ে আমি পান্ডুলিপি খুঁজি,
আমার রক্তে, আমার মাটিতে, আমার মানচিত্রে…
পাগলী আমার হাত ধরেছিল।