কবিতায় পদ্মা-যমুনা তে ডা.বেনজীর আহমেদ

আমি পাখি হবো

আমাদের যা আছে
পাখিদের তা নেই।
পাখিদের যা আছে
আমাদের তা আছে কি?
পাখিদের আছে-
স্বাধীন আকাশ,
স্বাধীন কণ্ঠস্বর।
আর আমদের?
আমি পাখি হবো!
পেঁজ তুলোর মত মেঘদল আর আমি-
দোল খাবো আকাশে।
আর মাঝে মাঝে-
পুচ্চুত করে হাগু দেবো,
তথাকথিত গণতন্ত্রের মাথার উপর।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।