শনিবারের কবিতায় বিকাশ আদক

|| দুই ভাই ||

আলো আর আঁধার
দুই ভাই, দুই ভাই।
আলো আসে তো আঁধার যায়,
আলোর পরে আঁধার তাকায়,
আসা-যাওয়ার বিবাদ নাই-
দুই ভাই, দুই ভাই।।
আলো প্রাণের খাদ্য জোগায়,
আঁধার মনের ক্লান্ত ঘুচায়,
হিংসা নাই ভিন্ন পেশায়-
দুই ভাই, দুই ভাই।।
আলোয় মানুষ কর্মগানে,
আঁধার ছায়ায় চিন্তা হানে,
ভিন্ন দানে দ্বেষ নাই-
দুই ভাই, দুই ভাই।।
আলোয় ভরা আলো ভায়া,
আঁধার ভায়ার কৃষ্ণ কায়া,
কালো-গোরার গর্ব নাই-
দুই ভাই, দুই ভাই।।
আলোর মুখে সদা হাসি,
সবাই বলে আঁধার কাঁদি,
মিশতে সাথে শরম নাই-
দুই ভাই, দুই ভাই।।
আলোর পাশে আঁধার থাকে,
তাইতে ভুবন ভালো লাগে,
অপরের তরে অন্য তায়-
দুই ভাই, দুই ভাই।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।