কবিতায় পদ্মা-যমুনা তে ডা.বেনজীর আহমেদ

পকেট ভরা স্বপ্ন
পকেটে পয়সা নেই
তাতে কি?
পকেট ভরা স্বপ্ন আছে আমার।
বুক পকেটে সাদা-
প্যান্টের ডান পকেটে হলুদ
বাম পকেটে সবুজ-
পেছনের বাম আর ডান পকেটে
নীল আর লাল।
পকেটে পয়সা নেই
তাতে কি?
পকেট ভরা স্বপ্ন আছে আমার।
পকেট থেকে –
মুঠো মুঠো স্বপ্ন বার করি,
নেড়েচেড়ে আবার পকেটেই রেখে দি।
পকেটে পয়সা নেই
তাতে কি?
পকেট ভরা স্বপ্ন আছে আমার।
ভাতের পয়সা নেই,
আকাশে উড়ার স্বপ্ন আছে আমার।
মুঠো মুঠো স্বপ্ন ফেরি করি
আর হাঁটি-
শহড়ের নিয়ন বাতির ছায়াপথ ধরে।
পায়ের তলায় মাটি নেই-
তাতে কি?
চাঁদের মাটিতে প্রাসাদ গড়ার
স্বপ্ন আছে আমার।
পকেটে পয়সা নেই –
তাতে কি?
পকেট ভরা স্বপ্ন আছে আমার।।