শনিবারের ছড়ায় বিকাশ আদক

তিনকড়ি’র স্যান্ডেল 

তিনকড়ি বটব্যাল
কিনেছিল স্যান্ডেল,
স্যান্ডেল নয় সে তো-
পা-জোড়া প্যান্ডেল।
কারুকাজ নকসা
চারিধার একসা,
কোথাও বা ছবি আছে-
লাল-নীল ক্যান্ডেল।
নানা প্যাঁচে কত রশি
কোন ফাঁসে দেয় কষি,
না আছে জানা তার-
গোলমালে স্যান্ডেল।
তায় নিয়ে সারাদিন
ভেবে ভেবে হয় লীন,
খাওয়াদাওয়া সব যায়-
মিছে কেনা জাঁদরেল।
তিনশত টাকা তার
কিনে যেন হল সার,
পেল না পায়ে দিতে-
ফ্যাশনের স্যান্ডেল।
মনমরা ফ্যাকাসে
রেখে দিল বাক্সে,
কখনো কিনো না এমন-
তিনকড়ির স্যান্ডেল।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।