কবিতায় ভার্গবী

মানুষ পুজো হোক
আমার দেশে মাটির দেবীর,
দারুন পুজো হয়।
আমার দেশে নারী মানে,
শরীর বই তো নয়।
যারা নারীর নগ্ন শরীরে,
একটা কারণ খোঁজে।
মায়ের নগ্ন শরীর দেখে,
তারা কি চোখ বোজে?
নারী কেন?এবার দেশের
পুরুষ নগ্ন হোক।
এমন দাবী উঠলে পুরুষ,
গিলবে তুমি ঢোঁক।
কেমন দেশ, কেমন বেশ,
কেমন উঁচু মাথা।
ওই নারীর শরীর জীবন নয়
ওটা দেশের শোকগাথা।
ঘেন্না লাগে মানুষ বলে–
আগুন জমায় শোক
আমার দেশের দাবী
এবার মানুষ পুজো হোক।