কবিতায় বানীব্রত

শুষ্কতায় সজিবতা
আসমুদ্র জলরাশির মতো ভেসে যাওয়া প্রেম
বক্ষ বিভাজিকায় উৎসারিত, তরঙ্গিত জলধারায়
বয়ে যাওয়া ক্ষণে একবার জড়িয়ে নাও
মরুতটের শুকনো বালুরাজিকে।
ভিজিয়ে দাও স্নেহের আলিঙ্গনে,
উষ্ণ ঠোঁটের লাস্যময়ী লাভায়
কাজল কালো মনমোহিনী রুপে,
বেঁধো মায়া ডোরে,কাঙাল ভালোবাসায়
শুষ্ক বনানীর দাবানল শান্ত হোক
বজ্র কঠিন পাহাড় হোক বৃষ্টিস্নাত
মাধবীলতা ফুটুক ভেজা পাঁচিলের গায়ে
কুহুতান উঠুক গোধুলি বেলায়,
একতারার সুরে
হাল ছাড়া নৌকোরা বাঁধা পড়ুক নদীতটে
কোন এক উজানে।