যদি বিশ্বাস করো, সত্যি যদি বিশ্বাস করো, আমাকে ডাক দিও, আমি আসবো, নিশ্চয়ই আসবো।
হয়তো তোমার হারিয়ে যাওয়া স্বপ্ন গুলোকে খুঁজে দিতে পারবো না, তোমার ভেঙে যাওয়া সংসার গুছিয়ে দিতে পারবো না, কিন্তু তোমার পাশে থেকে সুখ দুঃখের খেলাঘরের সাথী হতে পারব!
তুমি আবার নতুন করে স্বপ্ন দেখবে, আবার নতুন ঘর বাঁধবে, দখিনা বাতাসে প্রানভরে বিশ্বাসী নিঃশ্বাস নেবে, পশ্চিমাকাশে গোধূলির কনে দেখা রোদ্দুর জড়িয়ে আবার নিজেকে ফিরে পাবে, আমি তোমার পাশে থাকবো, যদি বিশ্বাস করো।
তোমাকেই লড়তে হবে, বারুদের গন্ধ বুকে নিয়ে রক্ত শ্রোতা নদী সাঁতরে, কাঁটাতারের শৃঙ্খল ভেঙে, নির্ভীক, কোমল হৃদয়কে বাঁচিয়ে রাখতে হবে। পথ কখনো হারিয়ে যায় না, আগামীর পথ দেখায় বর্তমান। তোমাকে এগোতে হবে, তৃষ্ণার্ত মরুভূমির বুক চিরে শীতল রণ ক্লান্ত বরফের দেশে; আরও অনেক দূর। তুমি পারবে, আমি নিশ্চিত তুমি পারবে, আমি পাশে আছি, পাশে থাকবো,
যদি বিশ্বাস করো, যদি বিশ্বাস করো।
আমি তোমাকে চিনি, কিন্তু তুমি আমাকে চেনো না, আসলে চিনতে চাও না। আমি তোমাকে খুঁজে মরি প্রতিক্ষণে, অথচ তুমি আমার খোঁজ করো না, আমরা এক সাথেই থাকি, তবু কথা বলার অবকাশ হয় না, তুমি যে ব্যস্ত, ভীষণ ব্যস্ত, আমি তোমাকে বিশ্বাস করি, এখনও বিশ্বাস করি, কিন্তু তুমি আমাকে করো না, তবু আমি তোমাকে ছেড়ে যাই না,
অপেক্ষার প্রহর গুণে চলি– যদি কখনো ভুল করেও একবার বিশ্বাস করো।
আমি তোমার সারা মন জুড়ে থাকতে চাই, প্রতিটি লোমকূপের রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকতে চাই, কিন্তু বড় অবহেলা করো আমাকে, মনের এক কোনে অবিশ্বাসী আঁস্তাকুড়ের আবর্জনায় ফেলে রেখেছো।
তুমি শুধু তোমার দু’চোখ কে ভালোবাসো, তোমার উজ্জল গায়ের রং প্রতিমুহূর্তে অহমিকার দ্যুতি ছড়ায়, নিজেকে বড্ড বেশি ভালোবাসো, আমাকে একটু ভালোবাসো, একটু,
আমি যে শুধু তোমার বিশ্বাস নিয়েই বাঁচতে চাই,