ক্যাফে কাব্যে বিমলেশ

স্বপ্ন সফর
কাল রাতের ঐ মেঘ দু-খানা,
রিক্সা যেন হাতে টানা
ইলশে গুড়ি বৃষ্টি!
স্বপ্নে দেখা জাল বিছানো
শুকনো পাতার মড়মড়ানো
শঙ্কা মনে অনাসৃষ্টি! !
পানার ফাঁকে ডোবার পাকে,
শিঙি মাছের কাটা নাকে
সুরুৎ করে চলা!
বায়ুর টানে পাতার দোলে
সর্ষে যেন দুঃখ ভোলে
হলুদ ফুলের মেলা !!
চোখের চেনা গুটিয়ে ডানা
হঠাৎ করে দ্যায় যে হানা,
ঈগল হাওয়ায় ভেসে !
তিন দেওয়ালে ছাদের আড়াল
বায়োস্কোপে ভাসে খেয়াল!
সুখ দুঃখের রেশে!!
সময় যেন ঢেউ হয়ে যায়
পিঞ্জরে শোক বন্দি ভাটায়
জোয়ারে আসে প্রেম!
মালভৃমিতে সুখ বেঁচে রয়
সবুজ ঘাসের ‘পারে বোধহয়
হারিয়ে খুজে নিলেম!!
যেমন তেমন ইচ্ছে ডানা
গামছা বেঁধে উল্টো টানা
শুকিয়ে রোদে আমসি!
কল টেনে জল ভরলো ক্ষেতে
ধান শিষেরা নিত্য মেতে
দোলায় দোলে প্রেয়সী!!
ভোরের আলোয় জাগল হৃদয়
মেঘ শেষে ঐ সূর্য বের হয়
তাল সুপুরীর মাঝে!!
বকের পাখায় রোদ নিয়ে যায়
ভ্রমর বনে শিষ দিয়ে গায়
স্বপ্ন মরে লাজে!!