গুচ্ছ কবিতায় বানীব্রত

বিদায় বেলায়
নিরব রাতের আকাশে ভিজে যাওয়া বাতাসের সাথে করে নিলে সন্ধি,
অলক্ষ্যে হল বিদায় সময়ের সাথে
চারিদিকে নল অক্সিজেনের চলাচল নিস্তব্দে
যুদ্ধ লড়াই কয়েকদিনের হাসপাতাল
আত্মীয় অনাত্মীয়ের অপেক্ষা ডাক্তারের অক্লান্ত পরিশ্রম সব গেল হারিয়ে,
বিদায় বলি কি করে, এ যে স্বর্গীয় রথের যাত্রা।
বারি ধারায় স্নাত মাটি মিশেছে বর্ণহীন চোখের জল
বিদায় বেলায় প্রকৃতিরও মুখ ঢেকেছে শোকে
স্ট্রেচারে এলে নিচে নেমে, জয়রথে চড়ে বিজয়ী হয়ে ফিরবে বলে,
সাদা চাদরে মোরা দেহ, চোখে বিজয়ীর ভাষা
জেতে তো হবেই একদিন সব কিছুর হিসেব শেষে।।
শ্রাবন ধারা অশ্রু ধারা
আজও সেই যে শ্রাবন ধারায় ভেজার ইচ্ছে জাগে
ফেলে আসা স্মৃতিগুলো মনের ঘরে নাচে,
হাতের উপর নেই যে হাত,নেই কদমের গন্ধ
মনে পড়ে অনেক কথাই, হিসেব করা বন্ধ।
শ্রাবন দিনে শ্রাবন ধারায় ভিজবে মাটি
আঘাত ভুলে মন যে হবে আগুন পোড়া খাঁটি
ব্যাথা বেদনা সব থাকবে চেপে বুকের মাঝে
অব্যক্ত কথা গুলো পড়ে থাকে লাজে।।
ভিজবে আঁচল ভিজবে মন সেই শ্রাবণেতে
মনের খবর কে বা রাখে,কার এসে যায় তাতে,
মনের মাঝে কষ্ট গুলো শুধুই দলা বাঁধে
চোখের কোনে জল যে শুকায়, ডুকরে শুধু কাঁদে।