অবাক চোখে সূর্য দেখা,
জীবন তখন ভোরবেলায়
সহজ পাঠের ছন্দে মাতন,
সবুজ পাতার মন দোলায়
এমন করেই এক পা দু পা
রবির আলোয় রৌদ্রস্নান
ঐ আলোতেই মুক্তি অগাধ
উড়ান আঁকে মলিন প্রাণ
ঐ দুচোখের গভীর আলোয়
আমার প্রথম ভোর চেনা
একলা আকাশ মেঘলা দিনে
রোদের আশায় দিন গোনা
বাদল দিনের কদমফুলে
হঠাৎ যখন অস্তরাগ
সঞ্চয়িতার পাতায় পাতায়
বিন্দু বিন্দু জলের দাগ
আজ পৃথিবীর শ্যামল তনু
বিবর্ণতায় ম্লান ধূসর
বাসন্তিকার গভীর অসুখ
পুড়ছে শরীর দারুণ জ্বর
স্থবির জীবন স্তব্ধ আলাপ
দীর্ঘ ছায়ার শ্বাস পড়ে
মারের সাগর পাড়ি দেব
রবির আলোয় ভর করে
মেঘমাদলের মেদুরতায়
বসত আমার ঐ আলোয়
জীবন যখন শব্দ হারায়
বিষাদকণা ধুইয়ে দেয়
পৌঁছে তুমি দেবেই জানি
মৃত্যু নদীর ঐ পারে
তোমার চোখেই বিশ্ব দেখি
তোমার বিরাজ অন্তরে