কবিতায় বানীব্রত

শিরোনাম জেগে থাকা প্রেম
প্রেম জেগে থাক শব্দের শুন্যতায়
মনের গহীন কোনের বারান্দায়
কাটানো সময়ের মুহূর্ত ঊঁকি মারে সেই কোনে,
খোঁচায় করে ক্ষত বিক্ষত।
অভাগা যে অভাগী থেকে যায়
ব্যার্থ প্রেমের অছিলায়
মিথ্যের ঘেরাটোপের ভালোবাসায়
তবুও মন অবুঝ হয়
যদি ফেরে, থাকে তারই প্রতিক্ষায়।
কেন সে আসে,বারেবারে স্মৃতির দরজায়
সোহাগি আদর ভুলে
অবুঝ মন, শোনে না বারন
অবচেতন মনের ঈশারা।