।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অনুশ্রী তরফদার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অলীক সুখ
আঁধারে পথচলা পথিক স্বস্তির ঠাঁই চেয়ে
এক গাছা দড়ি গুটিয়ে গুটিয়ে ক্লান্ত,
নোনা জল দেহ বেয়ে নেমে অম্ল ঘ্রাণ ছাড়ে।
সূক্ষ অদৃশ্য ধুলিকণা –
আশ্রয় নেয় বসনের প্রতি খাঁজে
অভুক্ত কলেবর একটু বিশ্রাম চেয়ে –
নেতিয়ে ছিন্ন মূল লতা, রুক্ষ পথের শয্যায়।
ঐ দুরে এক ছটাক তেলে লম্প জ্বেলে ষোড়শী,
অজানা ভালোবাসার অপেক্ষায় –
নকসী কাঁথার শিল্পে নিমগ্ন বিনিদ্র রজনী।
চারা হতে অযত্নের জীর্ণ শরীরেও
মোহ জাগে, একটা লাল রঙ টেনে নেবে কপালে,
শাঁখের বলয় রোগা হাতে ঘুরবে অহঙ্কারে কোনদিন,
এক ফালি চাঁদ মুখ বাঁকিয়ে, তির্যক হাসে।