মেহেফিল -এ- শায়র আলম তালুকদার (নির্বাচিত কবিতা)

থমকে গেছে
থমকে গেছে অনেক কিছু
থমকে গেছে চলা
তাই বলে কি থমকে গেছে
সব মানুষের বলা?
তাই বলে কি বন্ধ আছে
সিন্ডিকেটের ডলা
বন্ধ আছে নানান পেশার
নিঠুর ছলাকলা?
কোভিড ভাইরাস নাকে মুখে
গিয়েই ধরছে গলা!
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে
পায় না মাটির তলা!
তাই বলে কি চালাকজনা
দেখায় না কাঁচকলা?
সেই সুযোগে এই পৃথিবী
দিচ্ছে কানে মলা!